Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভাসমান বেডে চাষাবাদ
বিস্তারিত

 খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্ত কৃষি উৎপাদন বৃদ্ধির ভাসমান কৃষি প্রযুক্তির বিসত্মার ঘটানো; ২)  বারি কর্তৃক উদ্ভাবিত ভাসমান কৃষির উন্নত ও লাগসই প্রযুক্তিরসমূহের বিস্তার ঘটানো এবং কৃষকদের মাঝে জনপ্রিয় করা; ৩)  ভাসমান কৃষির মাধ্যমে বারি/অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক উদ্ধাবিত সবজি ও মসলা ফসলের আধুনিক জাতের বিসত্মার ঘটানো; ৪)  জলমগ্ন অবস্থায় ফসল উৎপাদনের নিবিড়তা বৃদ্ধির ও বহুমূখীকরণ এবং ভাসমান পদ্ধতিতে শাকসবজি ও মসলা চাষে ক্ষুদ্র কৃষকদের উৎসাহিত করা; ৫)  মহিলাদের ক্ষতায়ন ও অর্থনৈতিক কর্মকান্ডে সঞ্চালিত করার উদ্দেশ্যে তাদেরকে কৃষি কর্মকান্ডে নিয়োজিত করা; ৬)  চাষকৃত জমির অপ্রতুলতা রয়েছে এমন স্থানে জণমগ্ন জমিতে ফসল উৎপাদেনের মাধ্যমে হিসেবে কচুরিপানার যথাযথ ব্যবহার নিশ্চিৎ করা।

ভাসমান বেডে সবজি চাষ